English

30.4 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
- Advertisement -

জাপানের প্রধানমন্ত্রীকে কী উপহার দিলেন মোদি?

- Advertisements -

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুইদিনের সরকারি সফরে জাপানে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও তার স্ত্রীকে উপহার দিয়েছেন।  তাদেরকে দেওয়া উপহারে ভারতীয় সংস্কৃতির স্পষ্ট ছাপ রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রীর জন্য মোদি প্রাচীন মূল্যবান পাথরের রামেন বাটি এবং রূপার চপস্টিকের একটি সেট বেছে নিয়েছেন।  এতে একটি বড় বাদামী মুনস্টোন বাটি এবং চারটি ছোট বাটি ছিল।

উপহারটি জাপানের ঐতিহ্যবাহী ডনবুরি এবং সোবা খাবারের রীতিনীতি থেকে অনুপ্রাণিত হয়েছিল। অন্ধ্রপ্রদেশ থেকে প্রাপ্ত মুনস্টোনটি ঝিকিমিকি করে এবং প্রেম, ভারসাম্য এবং সুরক্ষার প্রতিনিধিত্ব করে বলে জানা যায়।

ভারতীয় স্পর্শ যোগ করে মূল বাটির ভিত্তিটি রাজস্থানের পারচিন কারি স্টাইলে আধা-মূল্যবান পাথর দিয়ে তৈরি মাকরানা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এটি ভারতীয় কারুশিল্প এবং জাপানি রন্ধনসম্পর্কীয় ঐতিহ্যের একটি সুরেলা মিশ্রণ তৈরি করেছে।

জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রীর জন্য উপহার

জাপানি প্রধানমন্ত্রীর স্ত্রীর জন্য মোদি একটি হাতে বোনা পশমিনা শাল বেছে নিয়েছে। এটি হাতে আঁকা কাগজের-মাচের বাক্সে দেওয়া হয়।

লাদাখের চাংথাঙ্গি ছাগলের সূক্ষ্ম পশম দিয়ে কাশ্মীরি কারিগরদের হাতে বোনা এই শালটি কোমলতা, উষ্ণতা এবং হালকা সৌন্দর্যের জন্য পরিচিত। মরিচা, গোলাপী এবং লাল রঙের ফুল এবং পেসলি মোটিফ দিয়ে সজ্জিত একটি হাতির দাঁতের ভিত্তি সমন্বিত, এটি শতাব্দীর কাশ্মীরি শিল্পকর্মের প্রতিনিধিত্ব করে।

জটিল ফুল এবং পাখির নকশা দিয়ে সজ্জিত বাক্সটি উপহারের সাংস্কৃতিক এবং নান্দনিক মূল্যকে আরও বাড়িয়ে তোলে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gbyc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন