English

26.2 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
- Advertisement -

জাপানে বিড়ালের দ্বীপ

- Advertisements -

চারিদিকে সমুদ্র, মাঝখানে সবুজে ঢাকা দ্বীপ জাপানের আওশিমা। আর দশটা দ্বীপের মতো দেখতে হলেও এর আলাদা বিশেষত্ব রয়েছে। দ্বীপটিতে রাজত্ব চলে বিড়ালের। গোটা দ্বীপে মানুষ সর্বোচ্চ শ খানেক। আর বিড়াল হাজার হাজার।

প্রকৃত অর্থে আওশিমা যেন বিড়াল নগরী। রাস্তা দিয়ে হেঁটে বেড়ায় অসংখ্য বিড়াল। পাঁচিলে, কার্নিশে, সৈকতে সব জায়গায় বিড়ালের ছড়াছড়ি। আপনি যদি বিড়ালভক্ত হন তাহলে এই দ্বীপ আপনার কাছে স্বর্গস্বরূপ।

জাপানের ইশিনোমাকি স্টেশন থেকে খানিকটা দূরের ছোট্ট দ্বীপ আওশিমা। আকর্ষণীয় বিষয় হলো এক রকমের বিড়াল নয়, হরেক রকমের, হরেক প্রজাতির বিড়ালের বাস এই দ্বীপে।

দ্বীপটিতে কীভাবে তৈরি হল বিড়াল সাম্রাজ্য? বেশ কয়েক দশক আগে এই আওশিমা দ্বীপে মৎস্যজীবীদের বাস। ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা বিড়াল আমদানি করেন। তারপর থেকে কালক্রমে দ্বীপটি হয়ে উঠেছে বিড়ালময়।

এখানে এখন মৎসজীবীদের সংখ্যা অনেকটা কমে গিয়েছে। তার বদলে হয়ে উঠেছে বিড়ালের কলোনি।

দ্বীপে বিড়ালের ভরনপোষণ থেকে শুরু করে যাবতীয় দায়িত্ব পালন করেন স্থানীয় বাসিন্দারাই। শুরুতে দ্বীপটির কথা তেমন জানা না গেলেও বিড়ালপ্রেমীদের প্রচারণায় এখন রীতিমত জনপ্রিয়।

বহু পর্যটকই আসেন বিড়াল বাহিনীর সঙ্গে সময় কাটাতে। বিড়ালদের সঙ্গে নির্ভেজাল সময় কাটাতে চাইলে এই আওশিমা দ্বীপের জুড়ি নেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3w73
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন