English

25 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫
- Advertisement -

জাপানে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

- Advertisements -

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর (জেএমএ)।

এনডিটিভি, রয়টার্স, বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ২০ কিলোমিটার (১২ মাইল)।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭ এবং এটি হনশু দ্বীপের ইওয়াতে প্রিফেকচারের কুজি শহর থেকে ১৩০ কিলোমিটার (৮১ মাইল) দূরে সমুদ্রের ভেতরে সংঘটিত হয়েছে।

এর আগে সোমবার রাতে একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার একটি আরও শক্তিশালী ভূমিকম্প হয়েছিল।

সোমবারের ভূমিকম্পের পর একটি বিশেষ সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া দপ্তর (জেএমএ)। সংস্থাটি জানায়, এক সপ্তাহের মধ্যে একই মাত্রা বা তার চেয়েও বড় ভূমিকম্প আঘাত হানতে পারে।

এই সতর্কতা জাপানের মূল দ্বীপ হনশুর উত্তর-পূর্ব প্রান্ত সানরিকু এলাকা এবং উত্তরের হোক্কাইডো পর্যন্ত বিস্তৃত ছিল, যা প্রশান্ত মহাসাগরমুখী।

উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থান করায় দেশটিতে ভূমিকম্প নিয়মিত ঘটনা। ২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির আধুনিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে চিহ্নিত, যেখানে ২২ হাজারের বেশি মানুষ মারা যান বা নিখোঁজ হন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p684
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন