মিডিয়ায় ছড়ানো ইমরান খানের সঙ্গে নওয়াজ শরিফের বৈঠকের খবরে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পিটিআই বলেছে, পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ জেলে বন্দি পিটিআইপ্রধান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে চান। তারা এ বিষয়ে কেবল নওয়াজ শরিফ বা পিএমএল-এন নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পেলেই প্রতিক্রিয়া জানাবে।
পিটিআই সূত্র জানিয়েছে, এমন কোনো প্রস্তাব এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি এবং শেষ পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ইমরান খান নিজেই। বিষয়টি আগামী সাক্ষাতে তার নজরে আনা হবে।
পিটিআই নেতৃত্ব মূলত শাহবাজ শরীফ সরকারের ‘সম্প্রীতির প্রচেষ্টা’ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, বিশেষ করে সংরক্ষিত আসন নিয়ে কথিত ‘হর্স ট্রেডিং’ এবং প্রতিপক্ষকে রাজনীতি থেকে বাদ দেওয়ার অভিযানের প্রেক্ষিতে।
পিটিআই সূত্র থেকে জানা গেছে, সরকার যদি সত্যিই সংলাপে আগ্রহী হয়, তাহলে প্রথমে মাঠের বাস্তবতা পরিবর্তন করতে হবে।
অন্যদিকে, পার্লামেন্ট বিষয়ক ফেডারেল মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুভেচ্ছা জানিয়ে বিরোধীদলীয় নেতা ব্যারিস্টার গোহর ও আসাদ কায়সারের সঙ্গে করমর্দন করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন- আমাদের আলোচনায় বসতে হবে। নওয়াজ শরিফ ও পিএমএল-এন বরাবরই রাজনৈতিক সমঝোতার পক্ষে।
ড. তারিক ফজল বলেন, সরকার সংলাপের জন্য প্রস্তুত, তবে বিরোধীদলকে ‘বিশৃঙ্খলার রাজনীতি’ বাদ দিয়ে জাতীয় অগ্রগতির জন্য সহযোগিতা করতে হবে।
এক সাংবাদিক প্রশ্ন করলে, নওয়াজ শরিফ কি আদিয়ালা জেলে ইমরান খানের সাক্ষাৎ করবেন?—মন্ত্রী জবাব দেন, হ্যাঁ, অবশ্যই। নওয়াজ শরিফ চাইলে সেটি পারেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ সামা টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, নওয়াজ শরিফ আদিয়ালা জেল বা বানিগালায় কোনো রাজনৈতিক বৈঠকে যাবেন না।
তিনি বলেন, নওয়াজ শরিফের অবস্থান পরিষ্কার— সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হওয়া উচিত, কিন্তু তিনি কাউকে রাজি করাতে জেলে বা অন্য কোথাও যাচ্ছেন না।
তিনি আরও বলেন, নওয়াজ শরিফ সব সময় গণতন্ত্র শক্তিশালী করার পক্ষে ছিলেন এবং তার জন্য বড় ত্যাগ স্বীকার করেছেন।
এদিকে, পিটিআই নেতা সালমান আকরাম রাজা এমন বৈঠকের খবরকে ‘গুজব’ আখ্যা দিয়ে বলেন, ‘এখন পর্যন্ত কিছুই স্পষ্ট নয়। যদি নওয়াজ শরিফ সত্যিই সংবিধানিক পথে ফিরতে চান, তবে এমন বৈঠক স্বাগত— কিন্তু আপাতত তার সে রাজনৈতিক ক্ষমতা নেই।’