ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনকে সমর্থন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও নিউইয়র্কের সাবেক মেয়র রুডি গিলিয়ানির মেয়ে ক্যারোলাইনা রোজ গিলিয়ানি। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে লেখা এক প্রবন্ধে তিনি এমন সমর্থন প্রকাশ করেছেন।
আগামী ২ নভেম্বরের নির্বাচনকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করে তিনি বলেন, এই ঐতিহাসিক নির্বাচনে আমাদের কেউ নীরব রাখতে সক্ষম হবে না।
তিনি আরও লিখেছেন, আমার বাবা রুডি গিলিয়ানি। আমরা রাজনীতি ও অন্যান্য বিষয়ে দূরত্ব বজায় রাখি। আমার নামের শেষ অংশ গিলিয়ানিকে আমি আলাদা করেছি। সেভাবেই আমার জীবনকাল কাটিয়েছি।
তাই প্রকাশ্যে নিজেকে একজন গিলিয়ানি বলে পরিচয় দিতে আমি বিপরীত বোধ করি। কিন্তু আমি মনে করি এবার আমাদের নীরব রাখতে কেউই সমর্থ হবেন না।
উল্লেখ্য, ক্যারোলাইনা রোজ গিলিয়ানি একজন পরিচালক, অভিনেত্রী ও লেখিকা। বসবাস করেন লস অ্যানজেলেসে। ২০১৬ সালের নির্বাচনে তিনি সমর্থন দিয়েছিলেন হিলারি ক্লিনটনকে। ২০১২ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন বারাক ওবামাকে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yni5
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন