English

26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

টিকটকে লাইভ চলাকালে নারীকে গুলি করে হত্যা

- Advertisements -

মেক্সিকোতে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে লাইভ ভিডিও চলাকালে ভ্যালেরিয়া মার্কেজ নামের এক নারী গুলি করে হত্যা করা হয়েছে।

জাপোনান শহরের যে বিউটি স্যালোনে মার্কেজ কাজ করতেন, সেখানেই মঙ্গলবার (১৩ মে) অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে হত্যা করে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জালিস্কোর  প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়, ২৩ বছর বয়সি মার্কেজের মৃত্যুকে ফেমিসাইডের আওতায় তদন্ত করা হচ্ছে।

ফেমিসাইড বলতে কোনও নারীকে কেবল লিঙ্গভিত্তিক পরিচয়ের কারণে হত্যা করাকে বোঝানো হয়। মেক্সিকোর আইন অনুযায়ী, এই অপরাধের তালিকায় সহিংসতা, যৌন নির্যাতন অথবা প্রকাশ্যে লাশ ফেলে রাখার মতো বিষয়ও রয়েছে

প্রতিবেদনে বলা হয়েছে, বিউটি স্যালোনে কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে রূপচর্চা বিষয়ক কন্টেন্ট তৈরি করতেন মার্কেজ। টিকটকে তার প্রায় দুই লক্ষাধিক অনুসারী ছিল। ঘটনার কিছু আগেই লাইভে এসেছিলেন তিনি।

ভিডিওতে তিনি জানান, অজ্ঞাতনামা কেউ তার জন্য স্যালোনে দামি উপহার রেখে গেছে। বিষয়টা নিয়ে তিনি ঘাবড়ে গিয়েছিলেন। মার্কেজ ভয় পাচ্ছিলেন, উপহারদাতা আবার ফেরত আসতে পারে।

ভিডিও চলাকালীনই তার পেছনে মানুষের উপস্থিতি টের পাওয়া যায়। মার্কেজকে থেকে ডাক দিলে পেছন ফিরে তাকান তিনি। এরপরই তাকে গুলি করা হয়।

তাকে গুলি করার পর ভিডিওতে একজনকে ফোন তুলতে দেখা যায়, যার মুখ কিছু সময়ের জন্য ক্যামেরায় ধরা পড়ে। এরপরই সম্প্রচার শেষ হয়ে যায়।

প্রসিকিউটরের কার্যালয় কোনও সন্দেহভাজনের নাম উল্লেখ করেনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8fow
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন