English

33.8 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
- Advertisement -

ট্রাম্পের ওপর বেজায় চটেছেন ব়্যাপার বাদশাহ

- Advertisements -

নাসিম রুমি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করায় দুদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এমনকি ভারতের রাশিয়া থেকে তেল কেনার কারণেও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। এতে বেজায় চটেছেন ভারতীয় র্যাপার বাদশাহ। ট্রাম্পের এ শুল্কনীতিতে আমেরিকায় দাড়িয়ে সেই নীতির জবাব দেন এ সংগীতশিল্পী।

এ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ভারত সম্পর্কে টানাপোড়েন রয়েছে। আর এ নিয়ে মার্কিনমুলুকে দাঁড়িয়েই তার শুল্কনীতির সমালোচনা করলেন ভারতীয় ব়্যাপার বাদশাহ। নিউজার্সিতে নিজের কনসার্টে ট্রাম্পের শুল্কনীতিতে গানের মাধ্যমে খোঁচা দিলেন এ সংগীতশিল্পী।

উত্তর আমেরিকা সফরের অংশ হিসাবে ভার্জিনিয়ায় দর্শক উপচেপড়া ভিড়ের সামনে শোয়ে পারফর্ম করেন র্যাপার বাদশাহ। সেখানেই সংগীতপ্রেমী দর্শকের সামনে তিনি ট্রাম্পের শুল্কনীতির জবাব দেন।

‘বীরে দি ওয়েডিং’-এর জনপ্রিয় গান ‘তারিফান’ গাওয়ার সময় বাদশাহ লাইন বদলে ফেলেন। এ সময় এ সংগীতশিল্পীকে গাইতে শোনা যায়— ‘কিন্নি ট্যারিফ চাহিদি ট্রাম্প নু?’ (ট্রাম্প আর কত শুল্ক চান?)।

বাদশাহর এ গানের লাইন পরিবর্তনের অংশটি মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্ত-অনুরাগীরা এটিকে কনসার্টের সবচেয়ে মজার অংশ বলে মন্তব্য করেন।

এ কটাক্ষ শুধু র্যাপার বাদশাহই নয়, এর আগে বিগ বস-১৯ মঞ্চেও নাম না করে ট্রাম্পকে খোঁচা দিয়েছিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। প্রতিযোগীদের উদ্দেশে তিনি বলেছিলেন— যারা গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি ঝামেলা ছড়াচ্ছে, তারাই এখন শান্তির পুরস্কার চাইছেন। যদিও কারও নাম উল্লেখ করেননি ভাইজান। তবে এটি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই আঙুল তুলেছিলেন, তা স্পষ্টই বোঝা যায়।

উল্লেখ্য, র্যাপার বাদশাহ পরবর্তী কনসার্ট রয়েছে বে এরিয়া, সিয়াটেল, ডালাস এবং শিকাগোতেও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xp6v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন