English

32.9 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

ট্রেনে সন্ত্রাসী হামলার জন্য যে দেশকে দায়ী করল পাকিস্তান

- Advertisements -

যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান। সফল উদ্ধার অভিযানের একদিন পর বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দফতর বলেছে, জাফর এক্সপ্রেসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারত জড়িত। বিদেশে অবস্থিত একটি সন্ত্রাসী সংগঠনের নেতৃত্বে এই হামলার পরিকল্পনা হয়েছিল। খবর জিও নিউজ।

প্রতিবেদন মতে, ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে অংশ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, জাফর এক্সপ্রেস হামলার উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে, সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছিল।

গত মঙ্গলবার বিকেলে পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই করে বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় ট্রেনটিতে চার শতাধিক যাত্রী ছিল। যাদের সবাইকে জিম্মি করা হয়।

এ ঘটনায় দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ যদি তাদের কারাবন্দি যোদ্ধাদের মুক্তি দিতে রাজি হয় তবে দলটি জিম্মি যাত্রীদের মুক্তি দিতে প্রস্তুত।

এরপর জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে পাকিস্তান কর্তৃপক্ষ। দেশটির সেনাবাহিনী জানায়, উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়েছে। ছিনতাই করা ট্রেন থেকে সব জিম্মিকে উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, বুধবার উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। অভিযানে ৩৩ জন হামলাকারী নিহত হয়েছে। অন্যদিকে ৩৪৬ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে। উভয়পক্ষের সংঘর্ষের সময় ২৭ জন জিম্মি ও এক আধাসামরিক সেনা নিহত হয়েছেন। নিহত জিম্মিদের অধিকাংশই অভিযানের আগে জঙ্গিদের বর্বরতার শিকার হন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8hof
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন