বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন তালেবান-আফগানিস্তান সরকারের শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী নারী ফৌজিয়া কুফি। তবে ভাগ্যক্রমে বড়সড় ক্ষতি থেকে বেঁচে গিয়েছেন তিনি। ডান হাতে গুলি লেগেছে তার। আপাতত সংকটমুক্ত ফৌজিয়া কুফি। খবর সংবাদ প্রতিদিনের।
গত শুক্রবার বিকালে পারওয়ান প্রদেশ থেকে ফেরার পথে কাবুলের কাছে এ হামলা হয় বলে জানা গেছে। শান্তি প্রক্রিয়ায় কুফির ভূমিকার কারণেই তার উপর এমন আক্রমণ বলে মনে করছে আফগান প্রশাসন। কুফিকে হামলায় তারা জড়িত নয় বলে জানিয়েছে তালেবান। তাদের দাবি, উভয়পক্ষই যেহেতু আলোচনার জন্য প্রস্তুত হয়েছিল সেই কারণে এমন হামলার প্রশ্ন ওঠে না।
এ হামলার ঘটনাকে আফগান শান্তি প্রক্রিয়া বিঘ্নিত করার ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক’ চেষ্টা হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালময় খালিলজাদ। শান্তি প্রক্রিয়ায় অংশ নেয়া সব পক্ষকে ফৌজিয়ার ওপর হামলার ঘটনার নিন্দা জানাতে আহ্বান জানিয়েছেন তিনি।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/o9f2
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন