English

26.4 C
Dhaka
শনিবার, জুলাই ২৬, ২০২৫
- Advertisement -

তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ২৫

- Advertisements -

তুরস্কের আমাসরায় কয়লাখনিতে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২৫ শ্রমিক। এ ঘটনায় আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সময় অন্তত ১১০ জন শ্রমিক খনিতে কাজ করছিলেন। তাদের অধিকাংশই ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, উদ্ধারকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। খনিতে থাকা শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে। এখনও খনির ভেতর অর্ধশত শ্রমিক চাপা পড়ে আছেন।

তাদের সবাইকে জীবিত উদ্ধারে সবরকম চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তুর্কি জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান।

তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।

তবে সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সফরমারের কারণেই এই বিস্ফোরণ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/k6ud
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন