English

30.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ২৫, ২০২৫
- Advertisement -

তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী হচ্ছেন কংগ্রেসের রেবন্ত রড্ডি

- Advertisements -
তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আনামুলা রেবন্ত রড্ডি। রাহুল গান্ধী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দলের মধ্যে বিরোধ থাকা সত্ত্বেও ৫৪ বছর বয়সী নেতা রেবন্ত রেড্ডির ওপরই ভরসা রাখলেন রাহুল গান্ধী। বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে ভোটে জিতলেও বিজেপি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীদের নাম ঘোষণা করতে পারেনি।
তিন রাজ্যেই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একাধিক নেতা প্রতিযোগিতায় নেমেছেন। পাঁচ রাজ্যের মধ্যে মাত্র একটিতে জেতা কংগ্রেস মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে দেরি করেনি। বৃহস্পতিবার হায়দরাবাদে শপথ নেবেন রেবন্ত। তবে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে বেনুগোপাল বলেছেন, ‘সরকারে ওয়ান ম্যান শো হবে না।
প্রবীণ নেতাদের গুরুত্ব দেয়া হবে। সেই মতোই মন্ত্রিসভা হবে।’ একজন উপ মুখ্যমন্ত্রী নিয়োগ করার কথাও চলছে। রেবন্ত কংগ্রেসে যোগ দিয়েছেন ২০১৭ সালে।
তেলুগু দেশম থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি-র হাত ধরে ছাত্র রাজনীতিতে প্রবেশ তাঁর। ২০১৮ সালের পর থেকে তাকে নয় বার গৃহবন্দি করে রেখেছিল কেসিআরের সরকার। গত কয়েক বছরে রেবন্ত বারবার সাবেক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন। অনেকবার তাকে গৃহবন্দি করে আটকে রাখা হয়েছে।
কিন্তু গত এক বছর তিনি তার আন্দোলনের তীব্রতা বাড়িয়েছিলেন, যার জেরে কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় আসতে পেরেছে।
তিন রাজ্যে বিজেপিতিন রাজ্যে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে রীতিমতো সরগরম বিজেপি। রাজস্থানে সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধররাজে সিন্ধিয়া নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করছেন। তার বাড়িতে ২০ জন বিধায়ক গিয়ে বৈঠক করেছেন। বাকিদের সঙ্গে তিনি যোগাযোগ করছেন। কিন্তু বালকনাথ, দিয়া কুমারী, গজেন্দ্র সিং শেখাওয়াতরাও প্রতিযোগিতায় আছেন। আদিত্যনাথের মতো বালকনাথও নাথ সম্প্রদায়ের যোগী। দিয়া কুমারী জয়পুর রাজপরিবারের সদস্য। গজেন্দ্র কেন্দ্রে মন্ত্রী।

মদ্যপ্রদেশে সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পাশাপাশি কেন্দ্রে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও মুখ্যমন্ত্রী হতে চান। তাছাড়া নরেন্দ্র সিং তোমরও মুখ্যমন্ত্রী হতে চান। ছত্তিশগড়েও সাবেক মুখ্যমন্ত্রী রামন সিংয়ের পাশাপাশি আরো কয়েকজন নেতা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অপেক্ষায় আছেন। তবে এক্ষেত্রে নরেন্দ্র মোদি যাদের চাইবেন, তারাই মুখ্যমন্ত্রী হতে পারবেন। বিজেপি-র পার্লামন্টারি বোর্ডের বৈঠকে মোদি তাঁর পছন্দের নেতাদের নাম জানাবেন। বিজেপির একটি সূত্র বলছে, মোদি মুখ্যমন্ত্রী হিসাবে নতুনদের বেছে নিতে পারেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o2zn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন