মদ্যপ্রদেশে সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পাশাপাশি কেন্দ্রে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও মুখ্যমন্ত্রী হতে চান। তাছাড়া নরেন্দ্র সিং তোমরও মুখ্যমন্ত্রী হতে চান। ছত্তিশগড়েও সাবেক মুখ্যমন্ত্রী রামন সিংয়ের পাশাপাশি আরো কয়েকজন নেতা মুখ্যমন্ত্রী হওয়ার জন্য অপেক্ষায় আছেন। তবে এক্ষেত্রে নরেন্দ্র মোদি যাদের চাইবেন, তারাই মুখ্যমন্ত্রী হতে পারবেন। বিজেপি-র পার্লামন্টারি বোর্ডের বৈঠকে মোদি তাঁর পছন্দের নেতাদের নাম জানাবেন। বিজেপির একটি সূত্র বলছে, মোদি মুখ্যমন্ত্রী হিসাবে নতুনদের বেছে নিতে পারেন।
তেলুগু দেশম থেকে কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি-র হাত ধরে ছাত্র রাজনীতিতে প্রবেশ তাঁর। ২০১৮ সালের পর থেকে তাকে নয় বার গৃহবন্দি করে রেখেছিল কেসিআরের সরকার। গত কয়েক বছরে রেবন্ত বারবার সাবেক মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন। অনেকবার তাকে গৃহবন্দি করে আটকে রাখা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/o2zn
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন