English

28.9 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
- Advertisement -

দক্ষিণ সুদানে প্লেন বিধ্বস্ত, নিহত ২০

- Advertisements -

দক্ষিণ সুদানের ইউনিটি রাজ্যে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। প্লেনটিতে তেলক্ষেত্রে কর্মরত শ্রমিকরা ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

ইউনিটি রাজ্যের তথ্যমন্ত্রী গাৎওয়েচ বিপাল জানান, বুধবার (২৯ জানুয়ারি) সকালে ইউনিটি তেলক্ষেত্রের বিমানবন্দরে প্লেনটি বিধ্বস্ত হয়। এটি রাজধানী জুবার উদ্দেশে রওয়ানা হয়েছিল।

তিনি বলেন, প্লেনটিতে গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানির (জিপিওসি) কর্মীরা ছিলেন। এই প্রতিষ্ঠানটি চীনের ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন এবং রাষ্ট্রায়ত্ত নাইল পেট্রোলিয়াম করপোরেশনের একটি যৌথ উদ্যোগ।

বিপাল আরও জানান, প্রাথমিকভাবে ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে আরও দুইজনের মৃত্যু হয়। মাত্র একজন যাত্রী জীবিত রয়েছেন। নিহতদের মধ্যে দুইজন চীনের এবং একজন ভারতের নাগরিকও রয়েছেন।

তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ সুদানে একাধিক প্লেন দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালে জুবা থেকে ইরিওল যাওয়ার পথে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হন। এর আগে, ২০১৫ সালে জুবা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি রুশ নির্মিত কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ncbu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন