ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের অভিষেক হয়েছে। রোববার (১৮ মে) আনুষ্ঠানিকভাবে তিনি নতুন পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
দায়িত্ব গ্রহণের পর পোপের সাথে দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ক্যাথলিকদের নতুন এই নেতার সাথে সাক্ষাতের পর জেলেনস্কি তাকে ধন্যবাদ জানিয়ে ট্রেলিগ্রামে একটি পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, ‘ইউক্রেনের প্রতি সমর্থন’ এবং ‘একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতিরক্ষায় স্পষ্ট কণ্ঠস্বরের’ জন্য পোপকে ধন্যবাদ।
সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার মানুষের সামনে আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধে উদ্বেগ জানান পোপ। একইসাথে স্বৈরাচার ও দরিদ্রদের প্রান্তিকীকরণের বিষয়ে সতর্ক করেন।
বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে জেলেনস্কি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।
পোপকে ইউক্রেনিয়ান নেতা জেলেনস্কির সাথে করমর্দন করতে দেখা গেছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার প্ল্যাটফর্ম হয়ে উঠতে প্রস্তুত থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
পোপ তার এই অনুষ্ঠানে ঘৃণা, সহিংসতা, পক্ষপাত, বৈষম্যের ভয় এবং এমন একটি অর্থনৈতিক দৃষ্টান্ত যা পৃথিবীর সম্পদ শোষণ করে এবং দরিদ্রতমদের আরো দরিদ্র করে তোলে।
পোপ যখন পদের প্রতীক গ্রহণ করেন, জনগণকে আশীর্বাদ করে ঐক্যের জোরালো আহ্বান জানান, তখন হাজার হাজার ক্যাথলিকরা দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করেছেন।