যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর। এরইমধ্যে জমে উঠেছে নির্বাচনের মাঠ। এমন পরিস্থিতিতে মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য পেনসিলভানিয়ায় তার পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা সফর বাতিল করেছেন। ‘দীর্ঘস্থায়ী কাশি’ থাকায় এখনো অসুস্থ বোধ করায় তিনি সফরটি বাতিল করেন। তার মুখপাত্র স্টিফানি গ্রিশাম মঙ্গলবার একথা জানান। খবর সিনহুয়ার।
গ্রিশাম সিএনএন’কে বলেন, ‘মেলানিয়া কোভিড-১৯ থেকে আরোগ্য লাভের পর থেকে প্রতিদিন ভাল অনুভব করছেন। তবে দীর্ঘস্থায়ী কাশি থাকায় তিনি আজ নির্বাচনী সফর করবেন না।’
মার্কিন র্ফাস্ট লেডির পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী বিগত কয়েক মাসের মধ্যে তার এই প্রথম মঙ্গলবার রাতে পেনসিলভানিয়ার ইরিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xseu
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন