English

28.1 C
Dhaka
রবিবার, জুলাই ২০, ২০২৫
- Advertisement -

ধাতব চেইন পরে এমআরআই কক্ষে, অতঃপর ভয়াবহ দুর্ঘটনা

- Advertisements -

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওয়েস্টবারিতে একটি এমআরআই (ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং) মেশিনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির বয়স ৬১ বছর।

নাসাউ কাউন্টি পুলিশের বরাতে জানানো হয়েছে, বুধবার (১৬ জুলাই) বিকালে ওয়েস্টবারির একটি চিকিৎসাকেন্দ্রে ঘটনাটি ঘটে। তখন এমআরআই মেশিনটি চালু অবস্থায় ছিল।

পুলিশ জানায়, ওই ব্যক্তি অনুমতি ছাড়াই এমআরআই কক্ষে প্রবেশ করেন এবং তার গলায় ছিল একটি বড় ধাতব চেইন। শক্তিশালী চুম্বক শক্তির কারণে চেইনটি মেশিনের দিকে আকৃষ্ট হয়। আকস্মিকভাবে ওই ব্যক্তিকে টেনে নেওয়া হয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ২টা ৩৬ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমআরআই মেশিনে নিরাপত্তার জন্য কঠোর নিয়ম মানা হয়। মেশিনটি চালু থাকলে ধাতব বস্তু সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি রোগীদের সাধারণত জামা কাপড় বদলে পরীক্ষার ঘরে প্রবেশ করতে হয়।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) মতে, কেউ যদি এমআরআই কক্ষে ধাতব কিছু নিয়ে প্রবেশ করেন, তাহলে তা ভয়ংকর দুর্ঘটনার কারণ হতে পারে। কারণ ধাতব বস্তু চুম্বকের টানে তীব্র গতিতে ছুটে গিয়ে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে।

দুর্ঘটনাটি ঘটেছে ‘নাসাউ ওপেন এমআরআই’ নামের একটি প্রতিষ্ঠানে। এটা লং আইল্যান্ডের ওয়েস্টবারি এলাকায় অবস্থিত। এলাকার জনসংখ্যা প্রায় ১৫ হাজার।

ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং চিকিৎসাকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থার যথাযথ অনুসরণ করা হয়েছিল কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yvyu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন