English

25.8 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

নতুন অস্ত্র ছাড়া মরতে সেনা পাঠাব না: জেলেনস্কি

- Advertisements -

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নতুন অস্ত্র ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নিজ দেশের সেনাদের মরতে পাঠাবেন না তিনি। জাপানের অন্যতম শীর্ষ পত্রিকা ইয়োমিওরি শিমবুনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন জেলেনস্কি। খবর বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অস্ত্র ছাড়া আমরা রাশিয়াকে পাল্টা আক্রমণ শুরু করতে পারছি না। রাশিয়ার বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ইউক্রেনের সেনাদের প্রচুর ট্যাংক, কামান ও হিমারস রকেট লঞ্চার দরকার।

এ সময় পূর্ব ইউক্রেনের পরিস্থিতি ‘ভালো নয়’ উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের মিত্রদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ আসার অপেক্ষা করছি।

কখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে যাবে ইউক্রেন-এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘আমরা এখনও শুরু করতে পারিনি। ট্যাংক, কামান, দূর পাল্লার রকেট ছাড়া আমরা আমাদের বীর সৈন্যদের সম্মুখযুদ্ধে পাঠাতে পারি না।’

‘আপনার যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, আপনি আমাদের সাহায্য করার একটা উপায় ঠিকই খুঁজে বের করবেন’ যোগ করেন জেলনস্কি।

এর আগে বৃহস্পতিবার (২৩ মার্চ) ইউরোপিয়ান নেতাদের ইউক্রেনীয় সেনাদের জন্য খুব দ্রুত আধুনিক অস্ত্র সরবরাহ বৃদ্ধির কথা বলেছেন ভলোদিমির জেলেনস্কি। বিশেষ করে যুদ্ধবিমান ও দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার দাবি জানিয়েছেন। অনথ্যায় ইউরোপিয়ান নেতাদের বছরের পর বছর যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/chza
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন