English

26 C
Dhaka
শুক্রবার, মে ৩, ২০২৪
- Advertisement -

নতুন প্রজাতির হামিংবার্ডের সন্ধান, গলায় গোল্ডেন রং

- Advertisements -

গলায় গোল্ডেন রংয়ের মতো উজ্জল এক ধরনের হামিংবার্ডের সন্ধান পেয়েছে গবেষকরা। পেরুর কর্ডিলেরা আজুল ন্যাশনাল পার্কে এটির খোঁজ মেলে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, পার্কটি আন্দিজ পর্বতমালার পূর্ব ঢালের একটি বাইরের শৈলশিরার অংশ। এটি একটি বিচ্ছিন্ন জায়গা, যেখানে জেনেটিক্যালি স্বতন্ত্র প্রজাতি খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি।

Advertisements

শিকাগোর ফিল্ড মিউজিয়ামের পাখির কিউরেটর জন বেটস বলেন, আমি পাখিটির দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম এটিকে অন্য কিছুর মতো মনে হচ্ছে না। প্রথমেই ধারণা করি, এটি একটি নতুন প্রজাতি।

পেরুতে ফিল্ডওয়ার্ক শেষ করার পরে গবেষকরা পাখির ডিএনএ বিশ্লেষণ করতে ফিল্ড মিউজিয়ামে ফিরে আসেন। এরপর আশ্চর্যজনক কিছু বিষয় আবিষ্কার হয়।

Advertisements

এই পাখি আগে কখনো নথিভুক্ত করা হয়নি। তবে এটি একটি হাইব্রিড প্রজাতি, যা দুটি সম্পর্কিত হামিংবার্ড প্রজাতি থেকে এসেছে।

বেটস বলেন, আমরা ভেবেছিলাম এটি জেনেটিক্যালি স্বতন্ত্র হবে, কিন্তু এটি কিছু মার্কারে হেলিওডক্সা ব্র্যানিকির সঙ্গে মিলেছে, যা পেরুর সাধারণ অঞ্চলের গোলাপী গলার হামিংবার্ডগুলির মধ্যে একটি।

প্রাথমিক ডিএনএ বিশ্লেষণ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ-র ওপর দৃষ্টি দেওয়া হয়, যা মায়ের দিক থেকে চলে যায় এবং এটি হেলিওডক্সা ব্র্যানিকির সঙ্গে মিলে যায়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন