English

27 C
Dhaka
বুধবার, নভেম্বর ৫, ২০২৫
- Advertisement -

নাম ভিন্ন ভিন্ন, কিন্তু ভোটার তালিকায় ছবি ব্রাজিলের মডেলের, বোমা ফাটালেন রাহুল

- Advertisements -

ভোটার তালিকায় কারচুপি নিয়ে এবার বোমা ফাটালেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি জানালেন, নামে কখনও সীমা, কখনও সুইটি, কখনও আবার সরস্বতী! তবে ভোটার তালিকায় সব নামের পাশে এক জনেরই ছবি।

কংগ্রেস নেতা রাহুলের দাবি, ওই ছবি ব্রাজিলের এক মডেলের! দিল্লিতে সাংবাদিক সম্মেলনে হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোটচুরির অভিযোগ তুললেন তিনি।

২০২৪ সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। তবে রাহুলের অভিযোগ, ভোটচুরি করে সেই নির্বাচন জিতেছে পদ্মশিবির। শুধু অভিযোগ তোলেননি, সঙ্গে উদাহরণও দিয়েছেন তিনি। তার দাবি, হরিয়ানার ভোটার তালিকায় এক ব্রাজিলিয়ান মডেলের ছবি ভিন্ন ভিন্ন নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে। অন্তত ২২টি ‘ভুয়া’ ভোটার কার্ডে ওই মডেলের ছবি ব্যবহার করে জালিয়াতি করেছে বিজেপি।

কংগ্রেস নেতার দাবি, হরিয়ানায় দুই কোটি ভোটার। তার মধ্যে ২৫ লক্ষই ভুয়া! এই পরিসংখ্যান তুলে ধরে রাহুলের দাবি, হরিয়ানার মোট ভোটারের প্রায় ১২ শতাংশই জাল। বিজেপি সেই ভুয়া ভোটার কাজে লাগিয়ে হরিয়ানায় জিতেছে। তার কথায়, হরিয়ানার বিধানসভা ভোটে বড় জালিয়াতি হয়েছে।

রাহুলের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে বিজেপি পরিকল্পিত কৌশল নিয়েছিল হরিয়ানায়। আর সবটাই জানত নির্বাচন কমিশন। রাহুলের দাবি, কংগ্রেসকে হারাতে হরিয়ানায় বিজেপি কমিশনের সঙ্গে আঁতাঁত করেছিল। হরিয়ানার বিধানসভা নির্বাচনের প্রায় সব বুথফেরত সমীক্ষায় নিশ্চিত ভাবে বলা হয়েছিল কংগ্রেস জিতছে। কিন্তু ফলপ্রকাশের পর দেখা গেল পুরো উল্টো ছবি। এটা কী ভাবে সম্ভব? হরিয়ানার ইতিহাসে প্রথম বার পোস্টাল ব্যালটগুলি প্রকৃত ভোটের সঙ্গে মেলেনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6k4h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন