দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১৯ বছর বয়সী নিখোঁজ ছাত্রী স্নেহা দেবনাথের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় উত্তর দিল্লির গীতা কলোনি ফ্লাইওভারের কাছে যমুনা নদী থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্নেহার পরিবার তাকে শনাক্ত করেছে বলে জানিয়েছে পুলিশ।
স্নেহা ত্রিপুরার বাসিন্দা হলেও সম্প্রতি দক্ষিণ দিল্লির পরিবেশন কমপ্লেক্সে বসবাস করছিলেন।
স্নেহা আরো লিখেছেন, ‘আমি কেবল ব্যর্থতা এবং বোঝা মনে করছি নিজেকে। এইভাবে বাঁচা আর সহ্য হচ্ছিল না। আমি সিগনেচার ব্রিজ থেকে লাফিয়ে আমার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে কোনো ভুল নেই, এটা আমার নিজের সিদ্ধান্ত।’
চিঠিটি পাওয়া যায় স্নেহার দিল্লির বাসা থেকেই।
এরপর পরিবার সিগনেচার ব্রিজ এলাকায় সিসিটিভি ফুটেজ খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে তেমন নজরদারি ছিল না। ৯ই জুলাই, নিখোঁজ হওয়ার দুই দিন পর দিল্লি পুলিশ ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী যৌথভাবে সিগনেচার ব্রিজের আশেপাশের এলাকায় তল্লাশি শুরু করে। তবে সে সময় স্নেহার কোনো খোঁজ মেলেনি।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কার্যালয়ও তৎপর হয়। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দিল্লি পুলিশকে দ্রুত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ত্রিপুরা পুলিশও পরে এই তদন্তে যুক্ত হয়ে দিল্লি পুলিশের সহায়তা চায়।
অবশেষে, ঘটনার ছয় দিন পর স্নেহার মৃতদেহ যমুনা নদী থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। স্নেহার আত্মহত্যার পেছনে পারিবারিক ও মানসিক চাপে থাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।