English

37 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
- Advertisement -

নেকাব পরে গান গাওয়ার ভিডিও নিয়ে ক্ষোভ

- Advertisements -

সৌদি অভিনেতা আবদুল্লাহ আল-সাদহান মঙ্গলবার টুইটারে বোরখা এবং নেকাব পরা এক নারীর গান গাওয়ার ভিডিও পোস্ট করেন। ভিডিওটি নিয়ে সৌদি আরবে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা ভিডিওটির ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছেন।

অভিনেতা আবদুল্লাহ টুইটারের পোস্টে লিখেছেন, ‘আমি শুধু বলতে চাই, আল্লাহ আপনাকে রক্ষা করুক। কাজ খুঁজে পাওয়া এবং অর্থ উপার্জন করা অনেক কঠিন। আপনি আপনার কাজ চালিয়ে যান। আপনার গানের গলা অনেক সুন্দর। ‘

Advertisements

একজন টুইটার ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, ‘হে আল্লাহ, আপনি তার জন্য গান গাওয়া ছাড়া অন্য কোনো জীবিকার ব্যবস্থা করে দিন। ‘

অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমি বলছি আল্লাহকে ভয় করুন। একটি আনন্দদায়ক হালাল জীবিকার সন্ধান করুন। ‘

এক ব্যক্তি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘যদি সে এই পথ বেছে নেয় তবে কেন সে বোরখা পরে? তার উচিত বোরখা খুলে ফেলা। ‘

অনেকেই গান এবং গান গাওয়াকে ধর্মীয়ভাবে নিষিদ্ধ মনে করে থাকেন, বিশেষ করে নারীদের জন্য। তবে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নারী গায়কের পক্ষে ছিলেন। আল-রিয়াদ সংবাদপত্রের আর্টস বিভাগের প্রধান আবদেল-রহমান আল-নাসের এক টুইটে লিখেছেন, ‘তিনি একজন শিল্পী। তার কণ্ঠস্বর যেমন আনন্দদায়ক তেমনি তার অভিনয়ও সাবলিল। ‘

Advertisements

আল-নাসেরের তথ্যমতে ভিডিওটি বেশ পুরানো, এক বছরেরও বেশি আগে এটি ধারণ করা হয়েছিল। তিনি আরো বলেন, ‘নেকাব তাকে তার প্রতিভা প্রকাশ করতে বাধা দেয়নি। মুখ ঢেকে রাখার ক্ষেত্রে তার যেমন প্রত্যয় রয়েছে, প্রতিভাতেও তার তেমন প্রত্যয় রয়েছে। ‘

এক টুইটার ব্যবহারকারী তার প্রশংসা করে লিখেছেন, ‘ভাল হয়েছে, আল্লাহ আপনার মঙ্গল করুক। আপনি সুন্দর এবং আপনার কণ্ঠ চমৎকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হিজাবের প্রতি আপনার প্রতিশ্রুতি। আল্লাহ আপনাকে রক্ষা করুক এবং সাহায্য করুক। ‘

আল-সাদহান একটি ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করে এ ব্যাপারে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।   তিনি বলেছেন, ‘আগের টুইটে পোস্ট করা ভিডিওর বিরুদ্ধে যারা আপত্তি করেছেন তাদের প্রত্যেকের কাছে এটি আমার জবাব।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন