English

30.8 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

নোংরা মোজা নিয়ে অদ্ভুত কাণ্ড নোবেলজয়ী মালালার

- Advertisements -

নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের মোজা কাণ্ডে মজেছেন নেটিজেনরা। ঘটনা একটু খুলেই বলা যাক। মালালার স্বামী মালিক আসের তার ব্যবহার করা নোংরা মোজা সোফার ওপর রেখে দিয়েছিলেন। আর সেই মোজা ডাস্টবিনে ফেলে দিয়েছেন মালালা। শুধু তাই নয় এ নিয়ে টুইটও করেছেন মালালা।

টুইটবার্তায় তিনি লিখেছেন, এক জোড়া নোংরা মোজা দেখে আমি তাকে (মালিক আসের) জিজ্ঞেস করলাম এগুলো এখানে কেন? তিনি বললেন, এগুলো নোংরা, সরিয়ে রাখো। এরপর আমি ওগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছি।

মালালার এই টুইটকে কেন্দ্র করে তার স্বামী মালিক আসের টুইটারে একটি জরিপ খুলেছেন। ওই জরিপে তিনি লিখেছেন, যদি কেউ বলে সোফার ওপর রাখা মুজোগুলো নোংরা, তবে কী করা উচিত? ‘সেগুলো লন্ড্রিতে দেয়া উচিত’ নাকি ‘ডাস্টবিনে ফেলে দেয়া উচিত?’ এই দুটি উত্তর যোগ করেছেন তিনি।

মালালা ও স্বামীর এ কাণ্ডে মানুষ নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক টুইট ব্যবহারকারী লিখেছেন, বিবাহিত জীবনে স্বাগত, এভাবে মুজো নিয়ে দ্বন্দ্ব চলতেই থাকবে।  আরেকজন লিখেছেন, মালালা ঠিকই করেছেন। গৃহস্থালিসংক্রান্ত সব দায়িত্ব শুধু মালালার নয়, দুজনেরই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bc0r
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন