English

29.9 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

- Advertisements -

ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার রানিসরাইয়ের ১৬ নম্বর জাতীয় সড়কে।

জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের দীঘায় জগন্নাথ দেবের দর্শন করতে আসানসোল থেকে একটি গাড়িতে করে যাচ্ছিলেন ৩ জন।

পশ্চিম মেদিনীপুরের রানী সরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যায়ে ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে এটি।

সেই সময় উল্টো দিকের লেনে একটি লরি আসছিল। লরিটি খড়্গপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি লরিটির সামনে চলে আসায় সজরে ধাক্কা লাগে। ধাক্কার গতি এতটাই জোরালো ছিল যে, প্রাইভেটকারটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়।

ঘটনা দেখে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় বেলদা থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানায়।

গ্যাস কাটার ব্যবহার করে সেই গাড়ি থেকে ড্রাইভারসহ চারজনকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা দেন।

স্থানীয় বাসিন্দা প্রীতম মাইতি বলেন, এখানে খড়গপুর দিক থেকে একটি প্রাইভেটকার এক লেনের থেকে অন্য লাইনে চলে যায়। এরপর এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার পর ১৬ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে বেলদা থানার পুলিশ যানজট মুক্ত করে গাড়ি চলাচল স্বাভাবিক করে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zo9n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন