English

33.6 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫
- Advertisement -

পশ্চিম তীরে ‘নিজেদের গুলিতে’ ইসরায়েলি সেনা নিহত

- Advertisements -

পশ্চিম তীরের উত্তরে ‘নিজেদের গুলিতে’ এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। রবিবার এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই অঞ্চল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) বিবৃতিতে জানানো হয়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাভ (২০)। তিনি প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য এবং উত্তর ইসরায়েলের লোটেম শহরের বাসিন্দা ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এক ফিলিস্তিনি ট্রাকচালক হঠাৎ গতিবেগ বাড়িয়ে জিত জংশনে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দিকে ধেয়ে আসে এবং কাভকে ধাক্কা মারে। এরপর ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এই সময় সেনারা চালকের দিকে গুলি চালায়, যাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

তবে গুলিবর্ষণের সময় নিজের সহযোদ্ধাদের গুলিতেই কাভ মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগেন ডেভিড আদমের সহযোগিতায় পেতাহ টিকভার বেইলিনসন হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তিনি নাবলুস শহরের বাসিন্দা। ঘটনার পর সেনারা নাবলুস শহর ও আশপাশের গ্রামগুলোর প্রবেশপথ বন্ধ করে দেয়। ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, ক্যালকিলিয়া শহরের প্রবেশপথ এবং নাবলুসের সঙ্গে রুট ৫৫ ধরে সংযুক্ত সব গ্রামেও অবরোধ আরোপ করা হয়েছে।

হামাস এ ঘটনায় স্বাগত জানালেও এর দায় স্বীকার করেনি।

এর আগে জর্ডান সীমান্তের অ্যালেনবি ব্রিজ ক্রসিংয়ে হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হন। সেই ঘটনায় হামলাকারী ছিলেন এক জর্ডানীয় ট্রাকচালক, যিনি মানবিক সহায়তা বহন করে গাজা উপত্যকার দিকে যাচ্ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l144
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন