ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন।পঞ্চম জেনারেশন জে-৩৫এ যুদ্ধ বিমান পাকিস্তানকে দিচ্ছে চীন। ৫০ শতাংশ ছাড় দিয়ে ওই বিমান পাকিস্তানকে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে ২০২৫ সালের আগস্টে মধ্যে চীন থেকে প্রথম ব্যাচ যুদ্ধবিমান পাকিস্তানে ঢুকবে। সব মিলিয়ে পাকিস্তানকে ৪০টি জে-৩৫এ দেবে চীন।
সম্প্রতি ভারত-চীন সংঘর্ষে একাধিক চীনা অস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান। এবার পাকিস্তানের হাতে পঞ্চম জেনারেশনের যুদ্ধজাহাজ তুলে দিচ্ছে চীন। ২০২৪ সালে জে-৩৫এ বিমান কেনার বিষয়ে চীনের সঙ্গে রফা হয় পাকিস্তানের। সে সময় ঠিক হয়েছিল, ২০২৭ সালে তাদের এই বিমান দেওয়া হবে।