English

24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

পাকিস্তানি মন্ত্রীর হুঁশিয়ারি: সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করলেই মামলা

- Advertisements -

গত বছরের শেষ দিকে ইমরান খান সরকারের অপসারণ চেয়ে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু করে বিরোধীদলগুলো। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বিরোধী জোটের প্রধান মাওলানা ফজলুর রহমানের একটি মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের প্রশাসনিক মহল।

এরপরই পাকিস্তানের সেনাবাহিনীর নামে কোনও বিতর্কিত মন্তব্য করলে ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে মামলা হবে বলে হুমকি দিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

গত বৃহস্পতিবার একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ইমরান খান ও পাকিস্তান সেনা নিয়ে একাধিক মন্তব্য করেন মাওলানা ফজলুর রহমান। ইমরানকে সেনার চাকর বলার পাশাপাশি তাকে জালিয়াতির মাধ্যমে পদে বসানো হয়েছে বলেও কটাক্ষ করেন।

এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শনিবার একটি সাক্ষাৎকারে বিরোধীদের এই আন্দোলনকেই ভিত্তিহীন বলে দাবি করেন রশিদ আহমেদ। একইসঙ্গে সেনাবাহিনী নিয়ে কথা বললে মামলার হুঁশিয়ারি দেন। সূত্র : সংবাদ প্রতিদিন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন