English

36 C
Dhaka
শুক্রবার, মে ৩, ২০২৪
- Advertisement -

পাকিস্তানের নির্বাচন নিয়ে যে বার্তা মালালার

- Advertisements -

পাকিস্তানে ১৬তম জাতীয় নির্বাচনের ফল নিয়ে সৃষ্টি অনিশ্চয়তার মধ্যে নির্বাচিত প্রার্থীসহ সব পক্ষকে বিনয়ের সঙ্গে গণরায় মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির নারী শিক্ষা অধিকারকর্মী এবং শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। একইসঙ্গে দেশটিতে গণতান্ত্রিক ধারার চর্চাকে গুরুত্ব দিতেও সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisements

গতকাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

Advertisements

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজনের প্রয়োজন রয়েছে, বলেন মালালা ইউসুফজাই। একইসঙ্গে নির্বাচিত ব্যক্তিদের ভোটারদের সিদ্ধান্তকে বিনয়ের সঙ্গে মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

২০১৪ সালে ২৬ বছর বয়সে ওই নারী সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল পান। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘পাকিস্তানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন রয়েছে, যার মধ্যে ভোট গণনায় স্বচ্ছতা এবং ফলাফলের প্রতি সম্মানও থাকা চাই।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন