English

27.8 C
Dhaka
শুক্রবার, মে ১৬, ২০২৫
- Advertisement -

পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

- Advertisements -

পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র নিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছে আহ্বান জানান যেন তারা পাকিস্তানের পরমাণু অস্ত্র তাদের তত্ত্বাবধানে নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজানাথ সিং। সেখানেই এই মন্তব্য করেন তিনি। রাজনাথ সিং বলেন, ‘আমি প্রথমেই বীর জওয়ানদের কাছে মাথা নত করছি। তারা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে আত্মত্যাগ করেছেন, তাকে শ্রদ্ধা জানাই।

একইসঙ্গে পেহেলগামে নিহত নিরপরাধ পর্যটকদেরও শ্রদ্ধা জানাই। আহত জওয়ানদের সাহসিকতাকেও স্যালুট জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’

তিনি আরও বলেন, ‘আজ এই প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের মাঝে আসতে পেরে গর্বিত বোধ করছি। অপারেশন সিঁদুরে আপনারা যা করেছেন, তার জন্য গোটা দেশবাসী গর্বিত। প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পাশাপাশি আমি একজন ভারতীয় নাগরিক। আমি ভারতীয় নাগরিক হিসেবে কৃতজ্ঞতা জানাতে চাই।’

ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ব জানে যে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য সঠিক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার আজ কতটা দৃঢ়, তা বোঝা যায়। আমরা তাদের পারমাণবিক ব্ল্যাকমেইলের পরোয়াও করিনি।’

রাজনাথ বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীনভাবে ভারতকে হুমকি দিয়েছে। আজ, শ্রীনগরের মাটি থেকে, আমি এই প্রশ্ন তুলতে চাই যে, পারমাণবিক অস্ত্র কি এত দায়িত্বজ্ঞানহীন ও দুর্বৃত্ত জাতির হাতে নিরাপদ? আমি বিশ্বাস করি, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেওয়া উচিত।’

কাশ্মীরে গিয়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর পরিস্থিতি খতিয়ে দেখেছেন রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের পর এটাই তার প্রথম জম্মু ও কাশ্মীর সফর।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন