পাকিস্তানের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ নামের একটি মসজিদে হামলা চালিয়েছে ভারত। এতে মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও ৪ ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন।
আজ বুধবার এক বিবৃতি দিয়ে এ খবর জানায় পাকিস্তানভিত্তিক সংগঠন জয়শ-ই-মোহাম্মদ (জেইএম)। সংগঠনটির প্রধান মাওলানা মাসুদ আজহার। জাতিসংঘের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ মাসুদ আজহার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ছিলেন মাসুদ আজহারের বড় বোন ও বোনের স্বামী, তার ভাতিজা ও তার স্ত্রী, একজন ভাগ্নি এবং পরিবারের আরও পাঁচজন শিশু।
সংগঠনটি আরও জানায়, ওই হামলায় আজহারের তিনজন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা নিহত হয়েছেন।
জেইএম ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতশাসিত কাশ্মীরে একটি আত্মঘাতী হামলা চালায়, যেখানে ৪০ সৈন্য নিহত হয়। ওই হামলায় দুই প্রতিবেশী দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।