পাকিস্তানের সিন্ধু অঞ্চল বর্তমানে ভারতের সঙ্গে নেই, তবে সীমানা পরিবর্তন হয়ে এটি একদিন ভারতের অংশ হতে পারে। রোববার (২৩ নভেম্বর) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমনটাই মন্তব্য করেছেন।
১৯৪৭ সালে দেশভাগের পর সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চল সিন্ধু প্রদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। সেই অঞ্চলে বসবাসকারী অনেক হিন্দু তখন ভারতে চলে যায়।
রাজনাথ বলেন, ‘আমি আরও উল্লেখ করতে চাই যে, লালকৃষ্ণ আদভানি তার একটি বইতে লিখেছেন সিন্ধুর হিন্দুরা, বিশেষ করে তাদের প্রজন্মের লোকেরা এখনো ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতা মেনে নেয়নি। শুধু সিন্ধুতেই নয়, সমগ্র ভারতজুড়ে হিন্দুরা সিন্ধু নদীকে পবিত্র মনে করে।’
তিনি বলেন, আজ সিন্ধুর ভূমি ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদা ভারতের অংশ থাকবে। সীমানা পরিবর্তন হতে পারে। কে জানে, আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে।
তিনি আরও বলেন, সিন্ধু নদীকে পবিত্র মনে করে আমাদের সিন্ধুর মানুষরা সর্বদা আমাদের নিজস্ব থাকবে। তারা যেখানেই থাকুক না কেন, তারা সর্বদা আমাদেরই থাকবে।
২২ সেপ্টেম্বর মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে রাজনাথ বলেছিলেন, তিনি আত্মবিশ্বাসী যে, ভারত কোনো আক্রমণাত্মক পদক্ষেপ না নিয়েই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর ‘পুনরুদ্ধার’ করবে।
