পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর অন্তত সাতজন সৈন্য নিহত হয়েছেন। এ হামলার জন্য ভারতীয় প্রক্সি গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মিকে দায়ী করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বেলুচিস্তানের কাচি জেলায় এ বিস্ফোরণ ঘটে।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম জিও টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কাচি জেলার মাচ এলাকায় সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য আইইডি বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসী গোষ্ঠী। বিস্ফোরণে সেনাবাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। নিহত সৈন্যদের পরিচয় প্রকাশ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শহীদদের মধ্যে রয়েছেন করাচি, করক, ওরাকজাই, লাক্কি মারওয়াত, বাঘ ও কোহাটের বাসিন্দারা। ঘটনার পর এলাকাটি ঘিরে সন্ত্রাসীদের নির্মূলে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।
পাকিস্তানের আইএসপিআর বলেছে, ‘জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি ও অগ্রগতিতে বাধা সৃষ্টির অপচেষ্টা রুখে দেবে। শহীদদের এই ত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করে। পাকিস্তানি মাটিতে পরিচালিত ভারত ও এর প্রক্সি গোষ্ঠীগুলোর ঘৃণ্য ষড়যন্ত্র পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা (এলইএ) এবং সাহসী জনগণ পরাজিত করবে। ’
আইএসপিআর জানিয়েছে, করাচির ৪২ বছর বয়সী সুবেদার উমর ফারুক, কারাকের ২৮ বছর বয়সী নায়েক আসিফ খান, ওরাকজাইয়ের ২৮ বছর বয়সী নায়েক মাশকুর আলী, লাক্কি মারওয়াতের ২৬ বছর বয়সী সিপাহি তারিক নওয়াজ, বাগের ২৮ বছর বয়সী সিপাহি ওয়াজিদ আহমেদ ফয়েজ, কারাকের ২২ বছর বয়সী সিপাহি মুহাম্মদ আসিম এবং কোহাটের ২৮ বছর বয়সী সিপাহি মুহাম্মদ কাশিফ খান শাহাদাত বরণ করেছেন।
রোববার বেলুচিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী একটি ভ্যানে হামলার দায় স্বীকার করার কয়েকদিন পর এই ঘটনা ঘটল।