English

26.1 C
Dhaka
সোমবার, জুলাই ১৪, ২০২৫
- Advertisement -

পাকিস্তানে এমপি-মন্ত্রীদের বেতন-ভাতার তথ্য প্রকাশ

- Advertisements -

পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আজম নাজির তারার দেশটির মন্ত্রীদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সিনেটে ব্রিফ করেছেন।

সিনেটে এক প্রশ্ন-উত্তর পর্বে তারার বলেন, ন্যশনাল অ্যাসেম্বলির একজন সদস্য মাসে এক লাখ ৫৬ হাজার পাকিস্তানি রুপি বেতন পান।

যদিও তাদেরকে কোনো গাড়ি সরবরাহ করা হচ্ছে না। তবে ইউটিলিটি বিল হিসেবে মাসে আট হাজার রুপি দেওয়া হয়।

তারার বলেন, কেন্দ্রীয় মন্ত্রীদের বেতন দুই লাখ রুপির কাছাকছি। তবে তাদের মধ্যে ৯৫ শতাংশই পুরো বেতন নেন না।

দেশটির মন্ত্রীদের জন্য ১৫০০ সিসির একটি গাড়ি ও ৪০০ লিটার পেট্রোল বরাদ্দ আছে। তবে তাদেরকে বিদ্যুৎ ও গ্যাস বিল নিজেদেরকে পরিশোধ করতে হয়। এর বাইরে তারা কোনো সুযোগ-সুবিধা পান না।

গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পকিস্তান। রিজার্ভ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক দাতাদের কাছে দ্বারস্থ হয়েছে দেশটি। মূলস্ফীতিও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

তাছাড়া রাজনৈতিক সংকটও প্রকট আকার ধারণ করেছে। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ প্রায় সমাবেশ ডাকছে। ঘটছে সংঘর্ষের ঘটনা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fhsc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন