English

26.5 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
- Advertisement -

পাকিস্তানে মধ্যরাতে পিটিআই সমর্থকদের ওপর সশস্ত্র অভিযান

- Advertisements -

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে আন্দোলনরত পিটিআই কর্মী-সমর্থকদের ওপর মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানের দল পিটিআই এই অভিযানের নিন্দা করে জানায়, আজ সশস্ত্র নিরাপত্তা বাহিনী ইসলামাবাদে পিটিআই-এর শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সহিংস আক্রমণ চালিয়েছে, তাদের উদ্দেশ্য ছিল যতটা সম্ভব মানুষ মারা।

আগের দিন হাজার হাজার বিক্ষোভকারী ইসলামাবাদের কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন। ইমরান খানের স্ত্রীর নেতৃত্বে নেতা-কর্মী ও সমর্থকরা রাজধানী সুরক্ষিত রেড জোনে ঢুকে পড়ে।
রেড জোনে পাকিস্তানে পার্লামেন্ট পাশাপাশি বিদেশি মিশনসহ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অফিস এবং ভবন রয়েছে। পিটিআই বলছে, ইমরান খান মুক্তি না পাওয়া পর্যন্ত প্রতিবাদকারীরা রেড জোনে বসে পড়ার পরিকল্পনা করছিল।

স্থানীয় সংবাদমাধ্যম গুলো বলছে মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যাপক অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। যদিও পিটিআই বলছে নিরাপত্তা বাহিনীগুলো এই অভিযানে তাদের কর্মীদের ওপর তাজা গুলি ব্যবহার করেছে।

এরআগে গতকাল সংঘর্ষ চলার সময় নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই মৃত্যুর জন্য আন্দোলনকারীদের দায়ী করেছেন। তবে পিটিআই মুখপাত্র জুলফিকার ভুখারি এই অভিযোগ অস্বীকার করেছেন এবং পাল্টা অভিযোগ করে বলেছেন, নিরাপত্তা বাহিনী গুলিতে তাদের দুইজন আন্দোলনকারী মারা গেছেন এবং ৩০ জন আহত হয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/erzp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন