English

26 C
Dhaka
শুক্রবার, মে ২৩, ২০২৫
- Advertisement -

পাকিস্তান পানি পাবে না: মোদি

- Advertisements -

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের অধিকার থাকা নদী থেকে পাকিস্তান পানি পাবে না। বৃহস্পতিবার পাকিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এক জনসভায় তিনি এ কথা বলেছেন।

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ভারতের দাবি, এই হামলায় পাকিস্তানের সমর্থন রয়েছে – ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। হামলার ইস্যু ধরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নেয়। এগুলোর মধ্যে অন্যতম ছিল সিন্ধু জল চুক্তি স্থগিত।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি করা হয়েছিল। সিন্ধু চুক্তির মাধ্যমে ভারত থেকে প্রবাহিত তিনটি নদী থেকে পাকিস্তান তার ৮০ শতাংশ কৃষিক্ষেত্রের জন্য পানি পায়। পাকিস্তানের অর্থমন্ত্রী চলতি মাসে বলেছেন, ভারত চুক্তি স্থগিত করলেও ‘তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।’

মোদি বলেছেন, “প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে … পাকিস্তানের সেনাবাহিনীকে এর মূল্য দিতে হবে, পাকিস্তানের অর্থনীতিকে এর মূল্য দিতে হবে।”

জনসভায় মোদি ‘অপারেশন সিঁদুর’-নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, “যারা ভারতের মা-বোনেদের মাথার সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন