পাকিস্তান-শাসিত কাশ্মীরে গোলাবর্ষণ ও গুলিবর্ষণে পাঁচজন নিহত হয়েছে। তাদের মধ্যে ৪০ দিনের একটি শিশুকন্যা এবং নববিবাহিত এক যুবক রয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ১৪ জন।
পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ ও গোলাগুলি অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত ৪টা পর্যন্ত পাকিস্তান-শাসিত কাশ্মীরের চাকোথি, লিপা, নিলুম জোরা, কেল, নাকিয়াল, ভিম্বার সামানি এবং হাভেলি হাজি পীরের সেক্টরে হামলা চলতে থাকে।
পুলিশের তথ্য মতে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কোটলি জেলার খোই রাত্তা সেক্টরে, যেখানে চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
আহতদের তাৎক্ষণিকভাবে কোটলির জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, বাগ জেলার চৌকি এলাকায় একটি বাড়িতে গোলার আঘাতে ভাই বোন আহত হওয়ার খবর পাওয়া গেছে।