English

32.7 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
- Advertisement -

পাকিস্তান ‘শ্রীলঙ্কা হওয়া’ থেকে দূরে নয়: ইমরান খান

- Advertisements -

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গতকাল শনিবার সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তান শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়া থেকে খুব বেশি দূরে নেই। তার দেশ শ্রীলঙ্কার মতো সংকটের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মনে করেন ইমরান।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তান শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে খুব বেশি দূরে নয় এবং মানুষ শিগগিরই মাফিয়াদের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে রাস্তায় নেমে আসবে।

এক টুইট বার্তায় ইমরান খান বলেছেন, ‘‘পাকিস্তানের ‘হাকিকি আজাদী’ (সত্যিকারের স্বাধীনতা) নিয়ে আহ্বানের জবাবে মানুষের প্রতিক্রিয়া এবং তাদের মনোভাব বোঝার পরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, পাকিস্তানের জনগণ সহ্যের চরম সীমায় পৌঁছেছে এবং এই মাফিয়াদের লুটপাট আর লুণ্ঠন চালিয়ে যেতে দেবে না।

তিনি আরো বলেন, ‘আমরা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পরিণত হওয়া থেকে বেশি দূরে নই। আমাদের জনগণ রাস্তায় নেমে আসবে। আমার প্রশ্ন হলো, মাত্র তিন মাসের মধ্যে জারদারি-শরিফের মাফিয়ারা দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে। তাদের একমাত্র উদ্দেশ্য, ৩০ বছর ধরে তারা দেশকে লুট করে যে সম্পদ জমিয়েছে তা রক্ষা করা। আমার প্রশ্ন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আর কত দিন ধরে এমন কাজ মেনে নেবে। ’

সম্প্রতি উপনির্বাচনে বিপুল জয়ের পরও আইনসভার ডেপুটি স্পিকারের বিতর্কিত রায়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্ষমতা দখল করতে পারেনি ইমরানের দল। এ পরিস্থিতিতে শনিবার ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির জোটের বিরুদ্ধে সরব হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। মূলত পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরিবার এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে লক্ষ্য করেই এসব কথা বলেন ইমরান খান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/88eo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন