পাকিস্তানের সেনাবাহিনীকে দেশের রাজনৈতিক বিষয়ে জড়িত থাকার জন্য সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। রবিবার পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের (পিডিএম) ষষ্ঠ সমাবেশ চলাকালীন একটি ভিডিও বার্তায় তিনি এ সমালোচনা করেন।
পাকিস্তান মুসলিম লীগ প্রধান এ সময় সরকারের ব্যর্থতার জন্য কে দায়ী জিজ্ঞাসা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন আমি কোনো এনআরও দেব না। কে আপনার কাছে এনআরও চেয়েছে? আপনি এবং আলেমা খান নিজে সাকিব নাসিরের কাছে থেকে এনআরও পেয়েছেন। আবার তারা নাম নিতে নিষেধ করে। তাহলে আমাদের কি করা উচিৎ? দেশের দায়বদ্ধতা কি একা ইমরান খানের?
নওয়াজ বলেন যে তার অপরাধ তিনি সত্য কথা বলেন। তিনি আরো বলেন, তিনি জনগণের পক্ষে লড়াই করছেন। তাঁর পদক্ষেপ কায়েদ-ই-আজমের মতোই ছিল। এ সময় তিনি এজেন্সিগুলিতে রাজনৈতিক প্রকৌশল কারখানাগুলি বন্ধ করতে বলেন।
পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের (পিডিএম) ষষ্ঠ ও শেষ সমাবেশে লাহোরের মিনার-ই-পাকিস্তানে হাজার হাজার মানুষ অংশ নেয়। এ সমাবেশে মাওলানা ফজলুর রেহমান, মরিয়ম নওয়াজ, বিলাওয়াল ভুট্টো-জারদারি সহ পিডিএম নেতৃবৃন্দ অংশ নেন।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন