English

29 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
- Advertisement -

পাঞ্জশিরে তিনটি এলাকা দখল নিল তালেবান

- Advertisements -

পাঞ্জশির উপত্যকার কাছে অবস্থান নিয়ে নিল তালেবান। তার আগে তারা উত্তর আফগানিস্তানের তিনটি জেলা স্থানীয় মিলিশিয়া গোষ্ঠির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার আর কোনো লড়াইয়ের খবর নেই।

তিনটি জেলা বানো, দেহ সালেহ, পুল-ই-হেসার স্থানীয় মিলিশিয়া বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেয় তালেবান। গত ১৫ অগাস্ট কাবুল দখল করার পর এই প্রথম তালেবানের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলো। কিন্তু তাদের প্রতিরোধ ভেঙে তালেবান এলাকাগুলো দখল করে নেয়। প্রয়াত মুজাহিদিন কম্যান্ডার আহমেদ শাহ মাসুদের এলাকা হলো পাঞ্জশির। প্রথমে সোভিয়েত ইউনিয়ন ও পরে তালেবান আক্রমণ করেও পাঞ্জশির দখল করতে পারেনি। এখন তার ছেলে বাবার অনুগত বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। আফগান সেনার একটা অংশও তার সঙ্গে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন, তালেবান বাহিনী আক্রমণ করলে তা প্রতিরোধ করা হবে। বেশ কয়েক হাজার তালেবান ফৌজ এখানে এসেছে। ফলে এবার লড়াই বেশ কঠিন। তালেবান জানিয়েছে, তারা পাঞ্জশিরকে ঘিরে ফেলেছে।

তালেবান বাহিনী পাঞ্জশির দখল করতে পারবে না কি অতীতের পুনরাবৃত্তি হবে, তা এখন দেখার।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন