English

38 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

পার্কে বসে ককটেল বানাচ্ছেন ইউক্রেনের নারীরা

- Advertisements -

ইংরেজির শিক্ষক এরিনা, নিজের কাজের পরে একটি নাচের ক্লাস এবং তারপরে এক পার্টির পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেদিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সৈন্যদের ইউক্রেনে হামলার নির্দেশ দেন। ওই নারী শিক্ষকের সেই ক্লাস ও পার্টি আর করা হলো না। সেই পরিকল্পনার তিন দিন পরে এখন তিনি একটি পার্কে মলটভ ককটেল (পেট্রল বোমা) তৈরি করছেন।

Advertisements

তিনি আরও বহু নারীর সঙ্গে ঘাসের ওপর কুঁকড়ে থেকে ককটেল বানিয়ে যাচ্ছেন। এমন দৃশ্য ইউরোপের অধিকাংশের কাছেই অকল্পনীয়।

তবে রাজধানীর কিয়েভের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে তারা এখন রাশিয়ান সৈন্যদের অগ্রসর হওয়ার বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এরিনা বলেন, ‌‘কেউ ভাবেনি যে আমরা এভাবে কাটাব। তবে মনে হচ্ছে এখন এটি করা একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস।’ তরুণ এই শিক্ষকের মুখ ও চুল পলিস্টাইরিনের সাদা ধুলোয় মেখে ছিল।

Advertisements

‘এটা বেশ ভয়ঙ্কর। আমি মনে করি, আমরা সত্যিই বুঝতে পারছি না যে, আমরা কি করছি; আমাদের শুধু কিছু করা দরকার,’ বলেন তিনি।

কয়েক মিটার দূরে থাকা এলেনা ও ইউলিয়া নামের আরও দুই নারী জানান, তারা তাদের বাচ্চাদের দাদা-দাদির কাছে রেখে আসবেন এবং এই অস্ত্র তৈরি করতে সাহায্য করবেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন