English

29.2 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
- Advertisement -

পিটিআই ‘প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারীদের’ সঙ্গে আলোচনায় বসতে চায়

- Advertisements -

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর ভাইস-চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘পিটিআই সংলাপে বসতে চায় কিন্তু কেবল ‘প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারীদের’ সঙ্গে। আর আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। ’

বুধবার (২ জুলাই) লাহোরের কোট লাখপত কারাগারে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পিটিআই এখন আলোচনা এবং প্রতিরোধের দ্বৈত পদ্ধতি অনুসরণ করছে। আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান।

এ সময় তিনি পিটিআই নেতৃত্বের সংলাপে বাসার ইচ্ছার ওপর জোর দিয়ে বলেন, কেবল ‘প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারীদের’ সঙ্গে সংলাপে বসতে চান।

কারাবন্দি এ নেতা আরও বলেন, আমরা সবসময় এটাই চেয়েছিলাম।  আলোচনা প্রকৃত ক্ষমতাধারী কেন্দ্রগুলোর সঙ্গে হওয়া উচিত।

তিনি আরও বলেন, ‘একবার সঠিক চ্যানেল প্রতিষ্ঠিত হলে, পিটিআই রাজনৈতিক অংশীদারদের সাথে আলোচনা করতে ইচ্ছুক হবে। ’

কুরেশি স্পষ্ট করে বলেন, ‘পিটিআই পুনর্মিলনের দরজা বন্ধ করেনি তবে সতর্ক করে দিয়েছেন যে যদি কোনও অর্থবহ সাড়া না পাওয়া যায়, তবে দলের প্রতিবাদ করা ছাড়া আর কোনও উপায় থাকবে না। ’

তিনি বলেন, ‘আমরা কথা বলতে চাই। কিন্তু যদি কোনও সাড়া না পাওয়া যায়, তাহলে শান্তিপূর্ণ প্রতিবাদই আমাদের একমাত্র উপায়। ’

তিনি পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার আলি গহর, মহাসচিব সালমান আকরাম রাজাকে কারাগারে পিটিআই নেতাদের সঙ্গে দেখা করার আহ্বান জানিয়েছেন।  তবে কী কারণে তিনি তাদের আহ্বান জানিয়েছেন তা স্পষ্ট না করলেও, ধারণা করা হচ্ছে আইনি ও রাজনৈতিক রোডম্যাপ সম্পর্কে আলোচনা করার জন্য তিনি আহ্বান জানান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ktf9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন