English

29.3 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

পুতিন ইউরোপের আরেকটি দেশে আক্রমণ করবেন, দাবি জেলেনস্কির

- Advertisements -

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ শেষ হওয়ার আগেই আরেকটি ইউরোপীয় দেশে হামলা চালাবেন বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

এ সময় তিনি রাশিয়ার সাম্প্রতিক ড্রোন অনুপ্রবেশকে ন্যাটোর প্রতিরক্ষা শক্তি পরীক্ষার প্রচেষ্টা বলে অভিযোগ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন না। তিনি অন্য কোনও দিকে ফ্রন্ট খুলবেন। কোথায়, কেউ জানে না। কিন্তু তিনি সেটা চান। জেলেনস্কি দাবি করেন, ডেনমার্ক, পোল্যান্ড ও রোমানিয়ায় ড্রোন শনাক্ত হওয়া এবং এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমান প্রবেশ- এসব ইউরোপের আকাশসুরক্ষা সক্ষমতা যাচাই করার জন্য করা হচ্ছে।

শুক্রবার রাতে ডেনমার্কের একটি সেনাঘাঁটির ওপর এবং শনিবার নরওয়ের একটি ঘাঁটির ওপর ড্রোন দেখা গেছে। তিনি আরও জানান, ইউরোপীয় দেশগুলো এই নতুন হুমকির মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এ মাসের শুরুতে ৯২টি ড্রোন পোল্যান্ডের দিকে ধেয়ে আসে সমন্বিত কোরিওগ্রাফির মতো। এর বেশির ভাগই ধ্বংস করা হয়। কিন্তু ১৯টি পোল্যান্ডের ভেতরে ঢুকে পড়ে। এর মধ্যে চারটি পোলিশ বাহিনী গুলি করে নামায়।

জেলেনস্কি বলেন, আমি আমাদের বাহিনীকে তাদের (পোল্যান্ড) সঙ্গে তুলনা করছি না। আমরা যুদ্ধে আছি, তারা নয়। তিনি জানান, কয়েকটি দেশের প্রতিনিধি ইউক্রেনে এসে রাশিয়ার আকাশ হামলা প্রতিরোধের বিষয়ে প্রায়োগিক প্রশিক্ষণ নেবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7ph2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন