দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলে একটি পিকআপ ট্রাকের সঙ্গে একটি দ্বিতল বাসের সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। বুধবারের (১২ নভেম্বর) এই ঘটনায় আরও অন্তত ২৪ জন আহত হন।
এএফপির প্রতিবেদন অনুসারে, চিলির সঙ্গে পেরুর সংযুক্তকারী প্যানএমেরিকানা সুর মহাসড়কের একটি অংশে এই দুর্ঘটনা ঘটে।
দ্বিতল বাসটি কারাভেলি প্রদেশের চালা শহর থেকে ছেড়ে পেরুর দ্বিতীয় বৃহত্তম শহর আরেকুইপা যাচ্ছিল। বাসটি শিশু ও বয়স্কসহ ৬০ জনের বেশি যাত্রী বহন করছিল।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাঁক নেওয়ার সময় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি প্রায় ২০০ মিটার নিচে নদী তীরবর্তী গভীর খাদে পড়ে যায়।
আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাপক ওয়ালথার ওপোর্তো এএফপিকে বলেন, ৩৭ জনের প্রাণহানি ও ২৪ জন আহত হওয়ার তথ্য জানা গেছে। দুর্ঘটনায় আহত কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দ্রুতগতিতে গাড়ি চালানো, রাস্তার খারাপ অবস্থা, সাইনবোর্ডের অভাব ও কর্তৃপক্ষের অবহেলার কারণে পেরুতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তবে গতকালের এই দুর্ঘটনা সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার একটি।
