যুক্তরাষ্ট্রে পোষা কুকুরে ‘চালানো’ গুলিতে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। কুকুরটি বিছানায় রাখা একটি শটগানের ওপর লাফিয়ে পড়ে তাকে গুলি করে বসে। এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, পেনসিলভানিয়ার শিলিংটন এলাকার ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি—যার পরিচয় প্রকাশ করা হয়নি—মঙ্গলবার রাতে নিজের বাড়িতে প্রায় মধ্যরাতের সময় বন্দুক পরিষ্কার করছিলেন, তখনই ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ হওয়ার পর ওই ব্যক্তি তার ছেলেকে সাহায্যের জন্য ডাকেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে, তবে তিনি অজ্ঞান ছিলেন না। পরে তাকে রিডিং হাসপাতালে নেওয়া হয়, যেখানে তার অস্ত্রোপচার হয়।
শিলিংটন পুলিশ ডিপার্টমেন্টের কর্পোরাল মাইকেল স্কুন বলেন, ‘ঘটনাস্থলে যাওয়ার সময়ই আমরা জানতে পারি যে একটি কুকুর বিছানায় লাফিয়ে ওঠে, যার ফলে শটগানটির গুলি বের হয় এবং সেটি ওই ব্যক্তিকে আঘাত করে।
তিনি আরো যোগ করেন, ‘তিনি নিশ্চিত নন যে তিনি বন্দুক পরিষ্কারের কোন পর্যায়ে ছিলেন,। তাই এখনো পরিষ্কার নয় যে কুকুরটির থাবা ট্রিগারের ভেতরে আটকে গিয়েছিল কি না এবং সেফটি অফ ছিল কি না, বা কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল কি না।’
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই ব্যক্তির প্রাথমিক অস্ত্রোপচার হয়েছে, তবে সম্পূর্ণ সেরে উঠতে তার আবার অপারেশন লাগবে। যদিও এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে, পুলিশ এখনো ঘটনাটির তদন্ত করছে।
