English

31 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
- Advertisement -

প্যারিসের সড়কে ৭০০ কিলোমিটার দীর্ঘ যানজট

- Advertisements -
Advertisements
Advertisements

ফের করোনা সংক্রমণ পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্বিতীয় দফায় লকডাউন চলছে ফ্রান্সে। গতকাল শুক্রবার থেকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ঘোষিত এই লকডাউন কার্যকর হয়। খবর জি নিউজের।
লকডাউনে গতবারের মতো এবারও রাজধানী প্যারিস ছেড়ে বিভিন্ন শহরে ছুটে যাচ্ছেন লাখ লাখ মানুষ। আর তাতেই রাস্তায় তৈরি হয়েছে প্রায় ৭০০ কিলোমিটার দীর্ঘ যানজট। জানা গেছে, লকডাউন চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার প্যারিসের একাধিক জায়গায় ছিল সাপ্তাহিক ছুটির চেহারা। অনেকে বেরিয়ে পড়েন বাইরে বের হওয়ার অনুমতি জোগাড় করতে।
উল্লেখ্য, বর্তমানে ফ্রান্সে দৈনিক গড়ে করোনা আক্রান্ত হচ্ছেন ৫০,০০০ মানুষ। শুধু ফ্রান্সই নয়, ইউরোপের অন্যান্য দেশেও একই হাল। বেলজিয়ামে প্রতি এক লাখ মানুষের মধ্যে দৈনিক করোনা আক্রান্ত হচ্ছে ১৫০ জন। গত লকডাউনে এই সংখ্যা ছিল ৬২।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন