প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে আামেরিকা। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের গতি ধীর করার জন্য যে প্রচেষ্টা রয়েছে আমেরিকা মূলত এই চুক্তি থেকে বেরিয়ে তার বিরুদ্ধে এককভাবে অবস্থান নিল।
বুধবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান কর্মকর্তা প্যাট্রিসিয়া এসপিনোসা বলেন, প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকায় চলে যাওয়ার কারণে একটি শূন্যতা তৈরি হবে এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে।
তিনি আরো বলেন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের এখনো একটি পক্ষ আমেরিকা। দেশটিকে এই চুক্তিতে ফিরে আসার ব্যাপারে জাতিসংঘ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আমেরিকায় যেদিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ভোট গণনার কাজ চলছে সেদিনই প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন সরকারের বেরিয়ে যাওয়ার খবর এলো।
মার্কিন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন অঙ্গীকার ব্যক্ত করেছেন যে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে প্যারিস জলবায়ু চুক্তি তে আমেরিকা নতুন করে যোগ দেবে। সূত্র : পার্সটুডে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uxgs
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন