সারা রাত চোখের পাতা বুজতে পারেননি ডা. মুলদাদ। কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে প্রাদেশিক হাসপাতালের প্রধানের দায়িত্বে আছেন তিনি। রোববার (৩১ আগস্ট) রাতে ভূমিকম্পে আহত হয়ে হাসপাতালে আসা রোগীদের চিকিৎসার জন্য সহমর্কীদের নেতৃত্ব দিতে ব্যস্ত ছিলেন তিনি।
ডা. মুলদাদ বিবিসিকে জানান, তারা ‘প্রতি পাঁচ মিনিটে একজন রোগী’ ভর্তি করছেন এবং পুরো হাসপাতাল আহত ব্যক্তিতে পরিপূর্ণ।
তার ভাষ্য, গত কয়েক ঘন্টায় ১৮৮ জন আহত ব্যক্তিকে – যার মধ্যে নারী ও শিশুও রয়েছে – হাসপাতালে আনা হয়েছে। বিছানায় জায়গা শেষ হওয়ায় রোগীদের মাটিতে শুয়ে থাকতে হচ্ছে।
ডা. মুলাদাদ পরিস্থিতিকে এমন একটি ‘সংকট’ হিসেবে আখ্যা দিয়েছেন, যা তিনি কখনও আশা করেননি। সেই সঙ্গে তিনি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
বিবিসি আরও বলছে, প্রায় ২৫০ জন আহত ব্যক্তিকে পার্শ্ববর্তী নাঙ্গাহার প্রদেশের প্রধান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ডা. মুলাদাদ বলেন, এখন পর্যন্ত চারটি মৃতদেহ তার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডজন ডজন মৃতদেহ অন্যান্য স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৩১ আগস্ট) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। এতে সবশেষ ৬২২ জন নিহতের খবর পাওয়া গেছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ভূমিকম্পে কমপক্ষে ৬২২ জন নিহত এবং ১,৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।