English

27.8 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতের্তে গ্রেফতার

- Advertisements -

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে গ্রেফতার করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হংকং থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পা রাখার পরপরই তাকে গ্রেফতার করা হয়। খবর বিবিসির।

২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকাকালে দেশটিতে মাদকবিরোধী অভিযানের নামে হাজারও মানুষকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতার হতে পারেন এরকম খবরের জবাবে এর আগে ৭৯ বছর বয়সী দুতের্তে বলেছিলেন, তিনি কারাগারে যেতে রাজি আছেন।

এদিকে তার গ্রেফতারকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছে ফিলিপাইনের ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর হিউম্যান রাইটস।

ফিলিপাইন আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় এই গ্রেফতার বেআইনি বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় দুতের্তের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী সালভাদর পানেলো।

তবে আইসিসি বলেছে, ফিলিপাইন তার সদস্যপদ প্রত্যাহারের আগেই মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটায় এই গ্রেফতারের এখতিয়ার তাদের আছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ql63
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন