English

27 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
- Advertisement -

ফিলিপাইনে মেয়রের ওপর প্রকাশ্যে রকেট হামলা, ভিডিওতে নেট দুনিয়া তোলপাড়

- Advertisements -

ফিলিপাইনে প্রকাশ্য দিবালোকে রকেট লঞ্চার হামলার মুখে পড়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির শরীফ আগুয়াক পৌরসভার মেয়র আকমাদ মিত্র আম্পাতুয়ান।

সম্প্রতি সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই ভয়াবহ হামলার দৃশ্যে দেখা যায়, অত্যন্ত ব্যস্ত সড়কের মাঝেই মেয়রের গাড়ি লক্ষ্য করে অতর্কিত রকেট হামলা চালায় একদল দুষ্কৃতকারী। রকেটের আঘাতে মেয়রের গাড়িটি কেঁপে ওঠে এবং সেখানে বিশাল বিস্ফোরণ ঘটে, তবে চালক সাহসিকতার সাথে মুহূর্তের মধ্যেই গাড়িটি চালিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হন।

শরীফ আগুয়াক পৌরসভা কর্তৃপক্ষের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জিএমএ নিউজের তথ্যমতে, মেয়র অক্ষত থাকলেও তার সাথে থাকা দুজন নিরাপত্তারক্ষী এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

হামলার পরপরই অভিযানে নামে স্থানীয় পুলিশ বাহিনী এবং পাল্টাপাল্টি গুলিবর্ষণের একপর্যায়ে অন্তত তিনজন হামলাকারী নিহত হয়েছে বলে জানা গেছে। চাঞ্চল্যকর তথ্য হলো, বিগত কয়েক বছরে মেয়রের ওপর এটি চতুর্থবারের মতো প্রাণঘাতী হামলার চেষ্টা। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলাকারীদের বাকি সদস্যদের শনাক্ত করতে অভিযান জোরদার করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6lso
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন