English

27.2 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

ফিলিস্তিনিদের প্রতি অবিচল সমর্থন ঘোষণা মালয়েশিয়া প্রধামন্ত্রীর

- Advertisements -

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করেছেন। গাজায় তার দেশ খাদ্য এবং ওষুধ সরবরাহ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোন আলাপের পর সামাজিক  যোগাযোগ মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি হামলায় গাজার অবস্থা ভয়াবহ। আমি অবিলম্বে বোমবর্ষণ বন্ধের আহ্বান জানাই। একইসঙ্গে  মিশরের রাফা সীমান্তে মানবিক করিডর প্রতিষ্ঠারও আহ্বান জানাই।

এর আগেরদিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তিনি হামাসের নিন্দা করবেন না। যদিও পশ্চিমাদের কাছ থেকে এটি করার জন্য ‘চাপ’ রয়েছে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পার্লামেন্টে বলেন, ‘পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো কুয়ালালামপুরকে সাম্প্রতিক বৈঠকে হামাসের নিন্দা জানানোর জন্য বারবার বলেছে। আমি বলেছি, নীতি হিসেবে হামাসের সঙ্গে আমাদের আগে থেকেই সম্পর্ক রয়েছে এবং এটি অব্যাহত থাকবে। সুতরাং, আমরা তাদের চাপমূলক মনোভাবের সাথে একমত নই। কারণ, হামাসও নির্বাচনের মাধ্যমে গাজায় অবাধে জয়লাভ করেছে এবং গাজাবাসীরা তাদের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নিয়েছে।’

মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সমর্থক এবং ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক নেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fnoo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন