English

30.8 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

ফের ভয়াবহ হামলায় রক্তাক্ত আফগানিস্তান, নিহত ৯

- Advertisements -

ফের ভয়াবহ হামলায় রক্তাক্ত আফগানিস্তান। রাজধানী কাবুলে বন্ধুকধারী আততায়ীরা একাধিকবার হামলা চালায়, এতে অন্তত ৯ জন নিরাপত্তাকর্মীর প্রাণহানি হয়েছে। তবে এ ঘটনা নিয়ে এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

দেশটির নিরাপত্তা বাহিনী সূত্র মনে করছেন, হামলার পিছনে তালেবানের হাত রয়েছে। ‌‌‌’এটা তালিবানেরই কাজ বলে স্বয়ং আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিও দাবি করেছেন। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

জানা গেছে, বন্দুকধারীদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আফগানিস্তানের গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের চারকর্মী। তাদের অন্যতম গ্রামীণ উন্নয়ন দপ্তরের কর্তা রেয়াজ আহমেদ খলিল। পরে এক বিবৃতিতে বলা হয়, খলিলই ছিলেন জঙ্গিদের প্রধান লক্ষ্য।

এদিকে একইদিনে কাবুলের অন্যত্র একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও কাবুলের আরেক গাড়িবোমা বিস্ফোরণে চারজন মারা যান। আহত হন একজন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wl1p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন