English

27.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

ফেসবুকে পরিচয়: বিয়ের পিঁড়িতে বসতে পাকিস্তানে মার্কিন নারী

- Advertisements -

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার আপার দির জেলার বাসিন্দা সাজিদ জেব খানকে বিয়ে করতে দেশটিতে গেছেন মার্কিন নাগরিক মিন্ডি।

ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাজিদ নিজেই মিন্ডিকে স্বাগত জানান, সেখান থেকে তারা একসঙ্গে যাত্রা করেন দির জেলার উশেরি দারা অঞ্চলে। মিন্ডি পেশায় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট এবং যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বসবাস করেন।

দিরে পৌঁছানোর পর স্থানীয়রা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সাজিদ গণমাধ্যমকে জানান, দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং দীর্ঘদিনের অনলাইন যোগাযোগের পর মিন্ডিই তাকে বিয়ের প্রস্তাব দেন। তিনি প্রস্তাব গ্রহণ করেন এবং দুজনেই বিষয়টি নিজ নিজ পরিবারকে জানান।

সাজিদ স্থানীয় পুলিশের কাছে বলেন, তাদের কোনো নিরাপত্তার প্রয়োজন নেই, কারণ তারা খুব শিগগিরই বিয়ে করবেন। তিনি আরও জানান, ইসলামি শরিয়াহ ও স্থানীয় রীতিনীতি অনুসরণ করে তাদের আকদ অনুষ্ঠিত হবে।

এক ভিডিওবার্তায় মিন্ডি বলেন, আমার নাম মিন্ডি, আমি আমেরিকা থেকে এসেছি। এটি আমার প্রথম পাকিস্তান ভ্রমণ। দেশটি খুবই সুন্দর ও শান্তিপূর্ণ। আমি এখানে এসেছি সাজিদ খানের জন্য ও আমরা শিগগিরই বিয়ে করবো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l9j4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন